April 25, 2024, 9:36 am

জন্ম যাদের আজন্ম পাপ!

রাশিদা-য়ে আশরার,কবি ও সাহিত্য সম্পাদক দৈনিক পদ্মা সংবাদ।

আগাছা ভরা জীবনের গল্প,
নিয়ত বেঁচে থাকার লড়াই;
অনন্ত ক্ষুধা,মলিন মুখ-শীর্ণ বসন,
একটুকু আশা এক মুঠো ভাত,
আকাঙ্ক্ষার অতলে তলে
হারিয়ে যায় ধৈর্যের বাঁধ,
দরিদ্র হয়ে জন্ম নেওয়াটাই পাপ-
মৌলিক চাহিদা পূরণে হিমশিম খায়!

এ বিশ্ব চরাচর মরীচিকাময়-
ঘুষখোর সুদ খোর শিল্পপতিদের।
বিষাদের কালো ছায়ায় ঢেকে যায়
জীবন স্বপ্ন যেন এক স্বপ্ন বিলাস!
অর্থ ছাড়া বেঁচে থাকা অর্থহীন,
দারিদ্রতা- ভয়ানক এক অভিশাপ;
অভাবে নিমজ্জিত আঁধার জীবন,
প্রতি পদে পদে হোঁচট খায়!

গরীবের জীবনে ক্ষুধা সবচেয়ে
বড় বিপদ,দারিদ্রতা অবর্ণনীয় কষ্ট ;
দুর্ভাগ্যের রং গায়ে মেখে জীবন
বৈচিত্রহীন সীমাহীন ও দুর্নিবার…
সুস্থতা নিয়ে বেঁচে থাকাটা অদ্ভুত
মিরাকেল!

সৃষ্টিকর্তা বিত্তবানদের দেন অঢেল,
রুটি রুজি- ধন সম্পদ,প্রাচুর্য
কাউকে করেন দরিদ্র অভাবগ্রস্ত
কপর্দকশূন্য দিন হীন;
কাউকে করেন বুদ্ধি প্রতিবন্ধী বধির
বিকলাঙ্গ ও দৃষ্টি হীন!
কি দোষে দোষী হিসাব মেলা ভার,
“জগত জুড়ে পাঠশালা সবাই ছাত্র”
পৃথিবী পরীক্ষা ক্ষেত্র- আসা যাওয়া
অল্প দিনের বিধির বিধান!
২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :