April 19, 2024, 6:06 am

ভয়াল ১২ নভেম্বর , আজও সেই স্মৃতি কাঁদায়

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।। ভয়াল ১২ নভেম্বর । ১৯৭০ সালের এ দিনে মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভোলাসহ উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় । লাখ লাখ মানুষ সেদিন প্রাণ হারায় । সেই ভয়াবহ স্মৃতি নিয়ে আজো বেঁচে রয়েছেন অনেকে । স্বজন হারানো সেই বিভীষিকাময় দিনটি মনে পড়তেই আঁতকে উঠছেন কেউ কেউ । দিনটি স্মরেণে আলোচনাসভা , সেমিনার , কোরআনখানি ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে । জানা যায় , উপমহাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ৭০ সালের ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছিল । শুধু ভোলাতেই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে । আর অসংখ্য জনপদ বিরাণ প্রান্তরে রুপ নেয় । উত্তাল মেঘনা নদী আর তার শাখা – প্রশাখাগুলো রূপান্তরিত হয়েছিল লাশের মিছিলে । সে এক ভয়াবহ দৃশ্য । ঝড়ের আঘাতে লন্ড – ভন্ড হয়েছিলো পুরো ভোলা । নদীতে এতো লাশ ছিলো যে মহাকুমা প্রশাসন মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে । ১৯৭০ সালের ১১ নভেম্বর বুধবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হতে থাকে । পরদিন ১২ নভেম্বর বৃহস্পতিবার আবহাওয়া আরো খারাপ হতে লাগল । মধ্যরাত থেকেই ফুঁসে উঠতে শুরু করে সমুদ্র । তীব্র বেগে লোকালয়ের দিকে ধেয়ে আসে পর্বতসম উঁচু ঢেউ । সেই ঢেউ আছড়ে পড়ল লোকালয়ের উপর । আর মুহুর্তেই ভাসিয়ে নিয়ে যায় মানুষ , গবাদি পশু , বাড়ি – ঘর , ক্ষেতের সোনালী ফসলসহ অনেক কিছু । পথে প্রান্তরে খোলা আকাশের নীচে পড়েছিলো কেবল লাশ আর লাশ । মরনপুরীতে রুপ নেয় ভোলাসহ গোটা অঞ্চল । তৎকালীন দৈনিক পূর্বদেশ পত্রিকার স্থানীয় প্রতিনিধি ও ভোলা প্রেসক্লাবের সভাপতি এম . হাবিবুর রহমান বলেন , ১৮ অথবা ১৯ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নির্বাচনী প্রচারণা বন্ধ করে এক জাহাজ ত্রাণ নিয়ে আসেন ভোলায় । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মনপুরায় । মনপুরার ২৬ হাজার মানুষের মধ্যে ১৭ হাজারই সেদিন সাগরের জলে ভেসে গিয়েছিলো । জাতির পিতা ক্ষতিগ্রস্ত দুর্গত এলাকাসহ মনপুরায় সকলের মাঝে ত্রাণ বিতরণ করেন । স্থানীয় একাধিক প্রবীণ ব্যক্তি জানান , ভয়াল সে রাত কেটে গেলে পরদিন শুক্রবার শহরময় ধ্বংস স্তুপ দেখা যায় । প্রায় এক কোমর পানি ছিলো সর্বত্র । চারধারে ছড়িয়ে ছিটিয়ে ছিল শুধু লাশ আর লাশ । স্থানীয় সেচ্ছাসেবকরা পানি ভেঙে বেড়িয়ে পড়েন ক্ষতিগ্রস্তদের সহায়তায় ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     আরও সংবাদ :